‘অনৈতিক সুবিধা নিতে নয়, জনগণের সেবা করতে এসেছি’

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দীন মহারাজ বলেছেন, ‌‘অনৈতিক সুবিধা নিতে নয়, জনগণের সেবা করতে এসেছি। যতদিন বেঁচে আছি, মানুষের সেবা করে যাবো। মানুষের জন্য জীবন বিলিয়ে দেবো। আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসি নাই। এসেছি আপনাদের পাশে থাকতে। দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সোমবার (৩ জুন) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বালুর মাঠে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক মহিউদ্দীন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহারাজ বলেন, ‘আমরা রাজনীতি করছি মানুষের জন্য। ঘূর্ণিঝড় রিমালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এলাকায় ফিরে এসেছি। চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো মানুষের সেবা করতে। মানুষের সেবা আমাদের পারিবারিক শিক্ষা। আমরা পর্যায়ক্রমে উন্নয়ন কাজ করতে এসেছি। এই এলাকার রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ করা হবে। গার্ডার ব্রিজ ছাড়া আর কোনও ব্রিজ থাকবে না।’ 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম কবির প্রমুখ।