বরিশালে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ জনের

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও মাছ বিক্রেতা নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যাত্রী মাছ ব্যবসায়ী গৌরনদীর সাকোকাঠি গ্রামের বাসিন্দা বরুন দাস (৬০) ও বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা ভ্যানচালক আয়নাল প্যাদা (৫৮)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, আজ সকালে বাবুগঞ্জের আগরপুর বাজার থেকে পাইকারি দামে মাছ কিনতে গৌরনদীর মাহিলারা বাজার থেকে ভ্যানযোগে রওনা হন তারা। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বেপরোয়া গতির ট্রাকটি পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।

তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।