নিজ দলের এমপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা আ.লীগ নেতার

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলসহ ৩৫ জনের বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মাস্টার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান, সাবেক পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, তার ছেলে আকাশ আহমেদ ও ভোলা জজ কোর্টের সাবেক পিপি গোলাম মোর্শেদ তালুকদার কিরনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০ জনকে। তারা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ৩ আগস্ট বিকালে দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার ও তার ছেলে আকাশ বাদীকে নিজ বাড়ি থেকে জোর করে মোটরসাইকেলে তুলে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্যের বাসায় নিয়ে যান। সেখানে সাবেক এমপি বাদীর মাথায় পিস্তল তাক করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে তার ছেলে আবদুল আউয়াল এসে তাকে উদ্ধার করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘বুধবার সকালে বাদী থানায় এসে মামলা করেছেন। এজাহারে সাবেক এমপি আলী আজম মুকুলসহ পাঁচ জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সদ্য সাবেক এমপি আলী আজম মুকুলের বিরুদ্ধে নিজ রাজনৈতিক দলের নেতার এমন মামলার বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। 

এ ব্যাপারে জানতে চাইলে মামলার ৫ নম্বর আসামি ভোলা জজ কোর্টের সাবেক পিপি গোলাম মোর্শেদ তালুকদার কিরন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা। সরকার পতনের সুযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে।’