বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৩

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিপ্লব (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ২৮ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়। তিনি বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা। তিনি বরগুনা পৌর শহরের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

বুধবার (২ জুলাই ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২২ জন। এর মধ্যে আমতলীতে ৩ জন, বেতাগী ২, বামনা ৬, তালতলী ৫, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৬ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮২ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই এটি নিয়ন্ত্রণে আসছে না। চিকিৎসাসেবা দিতে আমরা চরম সংকটে পড়েছি। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।