কাউখালীতে ঘোষিত ফল পাল্টে দেওয়ার অভিযোগ সদস্য প্রার্থীর

pirojpur picপিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৩নং ওয়ার্ডে সদস্য প্রার্থী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্জিত মণ্ডল রবিবার সকালে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, ৩নং ওয়ার্ডের ৩২নং তুস সাহাবা মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাত ৮টার দিকে সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এতে আমি (সঞ্জিত মন্ডল, প্রতীক ফুটবল) ৪৩২ ভোট পাই। আর আমার নিকটতম আপেল প্রতীকের প্রার্থী হেমায়েত তালুকদার ৩৬৩ ভোট পান। এ সময় প্রিজাইডিং অফিসার মানিক অধিকারী আমাকে বিজয়ী ঘোষণা করেন । এরপর আবার রাত ১২টার দিকে তিনি কাউখালী উপজেলা পরিষদে বসে ফলাফল পাল্টে হেমায়েত তালুকদারকে বিজয়ী ঘোষণা করেন।
সঞ্জিব মণ্ডল বলেন, তুস সাহাবা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানিক অধিকারী অন্যায়ভাবে, অনৈতিক সুবিধা নিয়ে এ কাজটি করেছেন।
এ বিষয়ে তুষ সাহাবা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানিক অধিকারী বলেন, কোনও অন্যায় বা অনৈতিক সুবিধা নিয়ে আপেল প্রতীকের প্রার্থী হেমায়েত তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়নি। কেন্দ্রে বসে ভোট গননা করে ফুটবল প্রতীকের প্রার্থী সঞ্জিত মণ্ডলকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আপেল প্রতীকের প্রার্থী ও তার এজেন্ট, সমর্থকরা আপত্তি তুললে রাতে উপজেলা কন্ট্রোল রুমে বসে সবার উপস্থিতিতে আবারও ভোট গননা করা হয়। এতে হেমায়েত তালুকদার পান ৪৪৯ আর সঞ্জিত মণ্ডল পান ৩৪২ ভোট। আপেল প্রতীকের প্রার্থী বেশি ভোট পাওয়ায় তাকে আবার বিজয়ী ঘোষণা করা হয়।

 

/বিটি/