এইচএসসি পরীক্ষা

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৬৭১ পরীক্ষার্থী

Barisal Photo- Barisal Education Board Chairman Prof. Md. Ziaul Huq visiting a HSC examination center at Govt. Barisal College on Sunday (1)এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বিভাগে অনুপস্থিত ছিলেন ৬৭১ জন পরীক্ষার্থী। রবিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা বেলা ১টায় শেষ হয়।
বরিশাল বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে ১০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৩১৫টি কলেজের ৫৪ হাজার ৪৪২ জন বাংলা পরীক্ষার্থীর মধ্যে ৬৭১ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বরিশাল জেলায় ১৯ হাজার ৮৯১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০২ জন, ঝালকাঠিতে ৫ হাজার ২৪৬ পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন, পিরোজপুরে ৭ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ জন, পটুয়াখালীতে ৯ হাজার ৫৩১ জনের মধ্যে ৯৩ জন, বরগুনায় ৫ হাজার ৭০৮ জনের মধ্যে ৫৭ জন, ভোলায় ৬ হাজার ৯০৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৬ জন। তবে পরীক্ষা চলাকালীন সময় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা শোনা যায়নি বলে অরুন কুমার গাইন জানিয়েছেন।
এদিকে, পুরো বিভাগ জুড়ে কোনও পরীক্ষার্থী বা শিক্ষককে বহিস্কার করা হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর।

/বিটি/