মঠবাড়িয়ায় হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় মামলা

পিরোজপুরপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বান্ধাঘাটায় র‌্যাবের অভিযানে  চারটি হরিনের চামড়া উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে পাচারকারী আল-আমীন  জুয়েলকে আসামী করে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়,  র‌্যাব-৮ এর একটি দল ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে চামড়া বেচাকেনার সময় আল আমীন জুয়েল (৩৫) কে চারটি চামড়াসহ  আটক করে। আটককৃত জুয়েল পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের সানু হাওলাদারের পুত্র।

পুলিশ সূত্র জানান, জুয়েল দীর্ঘদিন যাবৎ হরিনের মাংস ও চামড়া বিক্রির সাথে জড়িত।

ওসি জানান, আটককৃত আল আমীন জুয়েলকে বুধবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এইচকে/