ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সভাপতির হামলায় সদর উপজেলা সভাপতি আহত

পূর্ববিরোধের জের ধরে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাত হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম। 
বুধবার দুপুর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত রাহাত ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার মাথা, পিঠ ও হাতে কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে ওই হাসপাতালের কর্তবরত চিকিৎসক ডা. দিলসাদ জানিয়েছেন।
আহত রাহাত জানিয়েছেন, শহরের সদর চৌমাথা থেকে মোটর সাইকেলে চেপে বাসায় ফেরার সময় বায়তুল মোকারম মসজিদের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ ছাত্রলীগ কর্মী শেখ সজীব ও ব্যবসায়ী সরোয়ার তার গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা তার মাথা ও হাতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: madrasa-02মাদ্রাসা শিক্ষার্থীকে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগে বাবা ও শিক্ষক আটক

তবে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি শহরেই ছিলাম না, হামলার তো প্রশ্নই আসে না। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করছে।

ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন,‘মোটর সাইকেলে যাওয়ার সময় কেউ হয়তো ওকে (রাহাতকে) লাঠি দিয়ে আঘাত করেছে। মাথা ও হাতে সামান্য আঘাতে চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শফিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে হামলার শিকার রাহাত। 

/টিএন/

আপ: এইচকে