চট্টগ্রামে ব্যালট ছিনতাই, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত: গুলিবিদ্ধ ৫

চট্টগ্রাম

চট্টগ্রামে বিচ্ছিন্ন নির্বাচনি সহিংসতায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সেইসঙ্গে সহিংসতার কারণে তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- রশিদ আহমেদ (৭০), ইউসুফ মিয়া (৫৫), নুরুল আবসার (৫৪), আনোয়ার (৩৫), মমতাজ (৪০)। এদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ চেকপোস্টের নায়েক হামিদুর রহমান।
এছাড়া স্থানীয়রা বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাঁচজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানান।

বোয়ালখালী থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে তিন কিছু জানেন না। তবে বোয়ালখালীতে সংগঠিত বিচ্ছিন্ন সহিংসতার খবর তিনি শুনেছেন।
এদিকে, বোয়ালখালী ও পটিয়ার তিন কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এসব স্থানে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বোয়ালখালী থানার রিটার্নিং অফিসার মো. ইলিয়াস কামাল রিশাত চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, পটিয়ার চর পাথরঘাটা ইউনিয়নের দুটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার বিষয় নিশ্চিত করেন আবু সাঈদ।
আজ (শনিবার) ইউপি নির্বাচনের পঞ্চম দফায় রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও পটিয়া উপজেলার অধীনে ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- 

নোয়াখালীর দুই উপজেলায় ৪১টি কেন্দ্রে ভোট বন্ধ

/এইচকে/এফএস/ এএইচ/