এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

মোস্তাফিজুর রহমান চৌধুরী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে ক্ষমতাসীন দলের স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।
তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানসহ তিন জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে এ মামলা করা হয়।
অন্য দুই আসামি হলেন- বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম ও বাঁশাখালী ওলামা লীগের সভাপতি আখতার হোসাইন। তাজুল ইসলাম আওয়ামী লীগের এমপি মোস্তাফিজুরের ব্যক্তিগত সহাকারী ও স্থানীয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবারের ঘটনায় মামলা দায়ের করতে বাঁশখালী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেন স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। সঙ্গে ছিলেন তার দুই সহযোগী। ওইদিন বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়।

এজে/