লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর গৃহশিক্ষকের কবরের নামফলক উন্মোচন


Lakshmipur Banggobondhu House Teacher Kabor Namfolok Ummochon Pic 16.10.2016লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহশিক্ষক মরহুম পন্ডিত সাখায়েত উল্ল্যা সাহেবের কবরের নামফলক উন্মোচন করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জের ওয়াপদা এলাকায় পারিবারিক কবরস্থানে আনুষ্ঠানিকভাবে ওই গৃহশিক্ষকের কবরের নামফলক উন্মোচন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো.শামছুল ইসলাম।

বঙ্গবন্ধুর জীবনী নামক গ্রন্থ থেকে জেনে তার গৃহশিক্ষক মরহুম পন্ডিত সাখায়েত উল্ল্যা সাহেবের কবর ‘গণকবর উন্নয়ন প্রকল্পের আওতায়’ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা পরিষদের কর্মকর্তারা। এ সময় মরহুম গৃহশিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে নামফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জেলা পরিষদের প্রশাসক মো.শামছুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো.শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ ও গণকবর উন্নয়ন প্রকল্পের আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডালি, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ভূঁইয়া ও মরহুম পন্ডিত সাখায়েত উল্ল্যার বড় ছেলে আবুল হোসেন মাস্টার।

/বিটি/