চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন জামায়াত ক্যাডার নিহত

বন্দুকযুদ্ধচট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের সন্দেহভাজন এক ক্যাডার নিহত হয়েছে। তার নাম আবুল বাশার (৩৫)। রবিবার ভোরে ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য জানিয়েছেন।

ফরিদ উদ্দিন খন্দকার জানান, আবুল বাশার জামায়াত-শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলো। তার নামে সাতকানিয়া থানায় ২৫টি মামলা আছে। এর মধ্যে সাতটি হত্যা মামলা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এমরান ভূঁইয়া জানান, আবুল বাশার ও তার সহযোগীদের গ্রেফতার করতে ভোর সাড়ে পাঁচটার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান এমরান ভূঁইয়া।

/এআরএল/

আরও পড়ুন: 

ফেসবুকে আরও অসংখ্য ‘আনসেনসর্ড গ্রুপ’