X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আরও অসংখ্য ‘আনসেনসর্ড গ্রুপ’

উদিসা ইসলাম
১৬ অক্টোবর ২০১৬, ১৬:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:৫০

 

 

ডিএসইউ কেবল ‘ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড’ গ্রুপ না ফেসবুকে এমন হাজার হাজার ক্লোজগ্রুপ ও পাবলিক গ্রুপ রয়েছে। এসব গ্রুপের পেজে রাস্তায়, গণপরিবহনে, চলার পথে গোপনে ক্যামেরা দিয়ে নারীদের ছবি তুলে সেটা ফটোশপ করে প্রকাশ করা হচ্ছে। শুধু তাই নয়, ছবির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে অশ্লীল বক্তব্যও। গ্রুপের ধরন ও বিবরণ দিতে গিয়ে ‘জাস্ট ফান’ লেখা থাকলেও সেটা শেষমেষ আর কৌতুকে সীমাবদ্ধ থাকছে না। ব্যক্তিগতভাবে সেই নারীর নাম ঠিকানা খুঁজে বের করে চলছে ব্ল্যাকমেইলিং। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলছেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এমনই একটি গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড’-এর অ্যাডমিনদের তিনজনকে বুধবার (১২ অক্টোবর) রাতে আটক করার পর থেকে এ ধরনের আরও যে গ্রুপগুলো আছে, সেগুলোর তালিকা ও বিষয়বস্তু কর্তৃপক্ষের নজরে আনার কথা উঠছে।

এসব গ্রুপে থাকার অভিজ্ঞতা থেকে একাধিক নারী জানিয়েছেন, কোনও নারীর ব্যক্তিগত ভিডিও ছাড়া হলে গ্রুপের সদস্যরা তার নাম ঠিকানা জানতে ব্যস্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, অনেক ক্ষেত্রে সরাসরিও ভিকটিমকে হয়রানি করা হয়। এমনকি ইনবক্স ভরে যায় অশ্লীল বক্তব্যে। এ নিয়ে গ্রুপগুলো সরাসরি তাদের বিধিতে ভালো ভালো কথা লিখে রাখলেও সেটি কেবল লোক দেখানো।

ফরমালিন পোলাপাইন

আপনারা কেন এই গ্রুপে আছেন জানতে চাইলে তারা বলেন, ‘আমার ছবি বা আমাদের নিয়ে কিছু করল কিনা, সেটা নজরদারিতে রাখার জন্য কৌশল হিসেবে গ্রুপে আছি। আমার অনেক বন্ধু ছেলের নাম নিয়ে গ্রুপে আছে।’

সাবেক স্বামী ও তার বন্ধুদের এমনই আক্রোশের শিকার হন শেলী (ছদ্মনাম)। তিনি বলেন, ‘আমি বিচ্ছেদের উদ্যোগ নেওয়ায় আমার স্বামী ভীষণ ক্ষোভ প্রকাশ করে। আমার একটি ভিডিও এরকমই একটি গ্রুপে ছেড়ে দেয় সে। এরপর তারা ঠিকই আমাকে খুঁজে বের করে এবং আমার বাসার ঠিকানায় আজেবাজে জিনিস পাঠানো, অনলাইনে নানা প্রস্তাব দিতে শুরু করে। এমনকি আমার ছবি দিয়ে আলাদা একটা অ্যাকাউন্টও খুলে ফেলে। বাধ্য হয়ে প্রায় বছর খানেক আমি ফেসবুক থেকে ‍দূরে থাকতে বাধ্য হই।’

এসব গ্রুপের ভয়ঙ্কর দিক হচ্ছে কেউ কোনও ধরনের প্রতিবাদ করলে তার ফেসবুক আইডি গ্রুপে শেয়ার করে। একের পর এক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। আর এসব গ্রুপে কয়েক লাখ সদস্য থাকার কারণে সেটি অনেক সহজ হয়ে যায়।

খোঁজ নিয়ে দেখা গেছে, অন্তত কয়েক হাজার গ্রুপ আছে, সেগুলো নারীদের হয়রানিমূলক পোস্ট দিয়ে ‘মজা’  নেয়। ডেসপারেটলি সিকিং আনসেনসর্ড গ্রুপের অ্যাডমিনদের আটক করার পর ওইসব গ্রুপে আলোচনা অব্যাহত আছে। তবে একটু সাবধানে ‘মজা নেওয়ার’ অনুরোধ করা হয়েছে অ্যাডমিনদের পক্ষ থেকে।

পঞ্চম

‘ডিএসইউ’ এর নামেই অন্তত কুড়িটি গ্রুপ আছে। এদের বিভিন্ন পোস্টে নারীকে হয়রানি করা যায় এমন উপাদান থাকে। এছাড়া ঐতিহ্য১৮+, ফেসবুক কুয়ারা ছেলে ভারসেস মেয়ে, ফেসবুক তামাশা, ফরমালিন পোলাপাইন নামের গ্রুপগুলোতে ১৩-৩৫ পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা হরহামেশাই ‘ফান’-এর নামে হয়রানি করছে।

জাস্টিস ফর উইমেন নামের সংগঠনটি এর আগেও ফেসবুক কুয়ারা, ফেসবুক তামাশা নামে পেজ বন্ধ করানোর ব্যবস্থা নেয়। সংগঠনটির সক্রিয়কর্মী মাহবুবুর রহমান আরমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিএসইউ এর অ্যাডমিনকে আটকের পর থেকে প্রচুর ফেসবুক গ্রুপের অ্যাডমিন তাদের গ্রুপের নাম বদল করেছে। কেননা, তারা যা প্রচার করে সেটা নজরদারির মধ্যে এলে তাদের বিরুদ্ধেও একই উদ্যোগ নেওয়া হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাছে হাজার-হাজার পেজের ঠিকানা আছে, সেই পেজগুলো থেকে হয়রানির শিকার হওয়া মেয়েদের অভিযোগও আছে। এগুলো মোটেই হালকাভাবে নেওয়ার মতো অভিযোগ না।’

এসব বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অবশ্যই উদ্বেগের বিষয়। ইন্টারনেট ব্যবহার বিধি না জানার কারণে কেবল মজা করতে গিয়ে বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে মানুষ। এটা সংক্রমিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মানুষের প্রতি মানুষের সম্মান দেওয়ার প্রবণতা কমে আসার ফলেই এ ধরনের ঘটনা ঘটছে। এসব গ্রুপের এমন কাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।’

এদিকে এই গ্রুপগুলো বন্ধ করার বিষয়ে কোনও উদ্যোগ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর মধ্যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বাকি অভিযোগগুলোও আমরা খতিয়ে দেখছি। কারোর নজরে যদি কিছু এসে থাকে সেটিও আমাদের জানাতে পারেন।’

 আরও পড়ুন: পরিচয় পাল্টে ‘অশ্লীল’ পোস্ট চলছেই

/এসটি/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!