কুমিল্লায় সেনা সদস্য হত্যার ঘটনায় আটক ২

-কুমিল্লায় ট্রেনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেনা সদস্য হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকনগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে বাবুল এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মৌলভীপাড়া ইস্কান্দর বাড়ির মো. রফিক মিয়ার ছেলে নয়ন প্রকাশ জনি।  
লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া  জানান, ঘটনার পরপরই ঘাতকদের চিহ্নিত করে তাদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। আটককৃত ওই দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রেনের ছাদে ডাকাতি এবং ওই সেনা সদস্যকে ডাকাতি শেষে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার কথা স্বীকার করে।

উল্লেখ্য- গত শনিবার (২২ অক্টোবর) অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটালিয়ন সদস্য আবদুর রহমান (৩০) নিহত হন। ওই দিন সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের অদূরে গোত্রশাল নামক স্থানে ডাবল রেল লাইনের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।   

/এআর/