অপহরণের ২৯দিন পর শিশু উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণের ২৯দিন পর ৪ বছরের শিশু আবদুল্লাহকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন এ তথ্য জানান

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুরের ভুঁইয়ারহাট এলাকার রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমীন।

পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান,গত ২ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুরের নিজ বাড়ি থেকে শিশু আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন ও স্থানীয় এক নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য অপহরণ করে। পরে চাঁদপুরের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমীনের কাছে ত্রিশহাজার টাকা বিক্রি করে দেয়। এ ঘটনায় গত ৩ নভেম্বর রায়পুর থানায় জিডি করে অপহৃত শিশুর মা আমেনা বেগম। আজ  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মহামায়া থেকে ফরিদা ইয়াসমীনের বাসা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় ফরিদা ইয়াসমিনসহ অপহৃত শিশুর চাচাতো ভাই রাজু হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

/এমডিপি/