রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ফেরত





কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী জলসীমানা অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের সময় এসব নৌকা ফিরিয়ে দেয় বিজিবি।ফাইল ছবি


টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, শুক্রবার ভোররাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাফ নদীর জলসীমানার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই ৬টি নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকার প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রয়েছে। এ নিয়ে গত ২ সপ্তাহে রোহিঙ্গা বোধাই শতাধিক নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
/এআর/