‘আমাদের শত্রু ভাববেন না’

রাঙামাটিতে জেএসএসের সমাবেশরাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সিনিয়র সহ-সভাপতি ঊষাতন তালুকদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘আমাদের শত্রু ভাববেন না। আমরা বেশি কিছু চাই না। আমরা শুধু চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের ফলে পাহাড়ে শান্তি আপনাআপনি চলে আসবে।’

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২ ডিসেম্বর) রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ঊষাতন তালুকদার বলেন, ‘ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী নিয়ে এখানে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। তাদের থেকে সর্তক থাকবেন।’রাঙামাটিতে জেএসএসের বিক্ষোভ মিছিল

জেএসএসের জেলা সভাপতি সুবর্ণ বিকাশ চাকমার সভাপতিত্বে আনুষ্ঠান আরও বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন, জেএসএসের কেন্দ্রীয় নেতা উদয়ন ত্রিপুরা, মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অন্তিক চাকমা। সমাবেশ পরিচালনা করেন জেএসসের সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা।

এসময় ঊষাতন তালুকদার সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা বলছেন ধৈর্য ধারণ করতে। আমরা ১৯ বছর ধরে ধৈর্য ধরে আছি। কিন্তু আমাদের দাবি আপনারা মেনে নিচ্ছেন না। চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা প্রয়োজন।’

সমাবেশ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে রাঙামাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

আরও পড়ুন-

নিরাপত্তা ঝুঁকিতে বিটিভি 

সংসদের মূল নকশা এসেছে

/এফএস/