ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক, চোরাকারবারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. শফিকুল ইসলাম।feni-pic

সোমবার বিকালে বাংলাদেশ সড়ক ও পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহন গ্রুপের চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্ল্যাহ ছাগলনাইয়া থানার পুলিশ প্রশাসনের জন্য দেওয়া ইমা গাড়ির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। সে লক্ষে মহাসড়কে গণডাকাতি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার অনুদানের নামে দীর্ঘদিন সেখানে জুয়ার আসর চলছে। এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন খুব শিগগিরই ব্যবস্থা নেবে।

পুলিশ ঢাকা-চট্টগ্রাম সদস্যরা মাদকের ব্যবসায় জড়িত থাকার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ও মাদক ব্যবসায়ীকে একসঙ্গে আটক করে জেলা পুলিশ সুপারকে সংবাদ পাঠাতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক পি পি এম, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল আলম সরকার, সার্কেল মো. আমিরুল ইসলামসহ ফেনী জেলার পুলিশের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকরা।
/এআর/