কুমিল্লা মুক্ত দিবস পালিত

কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালিআজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস।  ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাদের কবল থেকে মুক্ত হয় জেলাটি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় পতাকা, একাত্তরের পতাকা, মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা ও ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসের পতাকা উত্তোলন করা হয়।  যথাক্রমে পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও ডেপুটি জেলা কমান্ডার নন্দন চৌধুরী।

পরে সংসদ সদস্যের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। বিকালে টাউন হল প্রাঙ্গণের মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 আরও পড়ুন: