চট্টগ্রামে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন হুজি সদস্য কারাগারে

চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন হুজি সদস্য
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাত-উল-জিহাদের (হুজি) পাঁচ সন্দেহভাজন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। নগরীর আকবর শাহ থানায় দায়েরকৃত তিনটি মামলার প্রেক্ষিতে অভিযুক্তদের কারাগারে পাঠানোর এ নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।



এর আগে, বৃহস্পতিবার রাতে সন্ত্রাস দমন আইনসহ অস্ত্র ও বিস্ফোরক আইনের অধীনে, আটক পাঁচ হুজি সদস্যের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন র‌্যাব-৭এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম রাব্বানী। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্দ্বীপ কুমার দাস বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। 
সন্দেহভাজন পাঁচ হুজি সদস্য হলো মাওলানা তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, হাফেজ আবুজর গিফফারী, নুরে আলম ও ইফতেশাম আহমেদ। বৃহস্পতিবার সকালে নগরীর কর্নেল হাট এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচ ব্যক্তিকে আটক করে র‌্যাব।
/এইচকে/