নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আহাদ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উসকানি দাতা হিসেবে শেখ আব্দুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ আব্দুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাক্ষ্য প্রমাণে আমরা নিশ্চিত হয়েছি, ওই দিনের ঘটনায় উসকানি এবং হামলার ঘটনায় আব্দুল আহাদ জড়িত ছিলেন। ’
উল্লেখ্য, ফেসবুকে রসরাজ দাস নামে এক ব্যক্তি ধর্ম অবমাননা করেছেন এমন অভিযোগ তুলে ৩০ অক্টোবর নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় ভাঙচুরের শিকার হয় অন্তত ১০টি মন্দির। এ ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় পুলিশ এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

/এমডিপি/