নাসিরনগরের ঘটনায় সাবেক আ.লীগ নেতা আহাদ ফের রিমান্ডে

সাবেক আ.লীগ নেতা শেখ আব্দুল আহাদব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের দ্বিতীয় দফা দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।


আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন গত বছরের ৩ নভেম্বর দিবাগত রাতে নাসিরনগর নমশুদ্র পাড়া এবং ঠাকুর পাড়ার চারটি বাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার শেখ আব্দুল আহাদের বিরুদ্ধে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মামলার নথিপত্র পর্যালোচনা করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, নাসিরনগরে হামলার ঘটনায় 'জড়িত সন্দেহে' শেখ আব্দুল আহাদকে গত ২৭ ডিসেম্বর বিকেলে ঘোষপাড়াস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৮ ডিসেম্বর আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেলগেটে চারদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এরপর ১ জানুয়ারি পুলিশের করা ফের রিমান্ড আবেদনের ভিত্তিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

আরও পড়ুন:
নাসিরনগরের ঘটনায় সুরুজ আলী দু’দিনের রিমান্ডে

/বিটি/