মনগড়া তথ্যের বই শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে: ড. মোশাররফ

 

ড. মোশাররফ ফাউন্ডেশনের অগ্রযাত্রার ১৫ বছর উপলক্ষে মেধাবীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মাঝে ড. মোশাররফ হোসেন আজগুবি তথ্যে ভরা বই দিয়ে সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘অসংখ্য ভুল বানান, মনগড়া তথ্যের বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত  করছে।’ শনিবার কুমিল্লার দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ মিলনায়তনে তার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের  ১৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। নির্লজ্জ দলীয়করণে শিক্ষাক্ষেত্রে চরম বিশৃঙ্খলা চলছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সরকার বাহবা নিতে গিয়ে ঘটেছে উল্টো। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও নির্লজ্জ দলীয়করণে গণতন্ত্র ও অর্থনীতির মতো শিক্ষাব্যবস্থাও চরম হুমকির মুখে পড়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বিদ্যমান সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়তে সরকার এগিয়ে না আসায় জনমনে উৎকণ্ঠা বাড়ছে। সরকারের দুঃশাসনে দেশ একটি ভয়াল জনপদে রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কিত। জনগণ ভালো নেই। মানবেতর দিন কাটাচ্ছে। দেশকে শান্তি ও প্রগতির পথে এগিয়ে নিতে জাতীয় ঐক্য জরুরি।’

কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মো. নুরুল আমীন, ড. মোশাররফ ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব হোসেন, একেএম শামসুল হক, আবুল হাশেম চেয়ারম্যান, দেলোয়ার হোসেন মিয়াজী, নূর মোহাম্মদ সেলিম সরকার, নুরুল আমিন নাঈম সরকার, মাহবুবুল আলম মোহন, ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এমএনএইচ/