দেহ ব্যবসায় বাধ্য করা প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিচট্টগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করা একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর বহাদ্দার হাট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের বয়স ১৬ আরেকজনের ২০।



গ্রেফতারকৃতরা হলেন- দুলাল শীল (৫৯), তার স্ত্রী সুমি শীল (৪৫), রতন দাস ওরফে মানিক (৫৫), তার স্ত্রী বেবি দাস (৩৭) ও মিন্টু তালুকদার।
নগরীর পাঁচলাইফ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধারকৃত ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। কিন্তু গার্মেন্টসটি বন্ধ হয়ে যাওয়ায় ৩ ডিসেম্বর তিনি চট্টগ্রাম ফিরে আসেন। এরপরেই তিনি ওই প্রতারক চক্রের প্রলোভনে পা দেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ওই কিশোরীকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালাতো। মেয়েটির বাবা কিছুদিন আগে পাঁচ লাইফ থানায় এ ব্যাপারে একটি অভিযোগপত্র দিলে তার ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে আজ ভোর সাড়ে পাঁচটায় নগরীর রহমান নগরীর মিন্টু তালুকদারের বাসা অভিযান চালিয়ে ২০ বছরের এক কিশোরীকে উদ্ধার করা হয়। পরে মিন্টুকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নগরীর বহাদ্দার হাট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি চারজনকে গ্রেফতার ও ১৬ বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মানবপাচার দমন প্রতিরোধ আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
/এআর/