কক্সবাজারে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ৯

বঙ্গোপসাগরে ট্রলারবঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালিয়ে  পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়।

এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিক সহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-৭ এর একটি দল বঙ্গোপসাগরের কক্সবাজার চ্যানেলে অভিযান চালায়। এসময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৫ কোটি টাকা।

ইয়াবা বহনের দায়ে জব্দকৃত ফিশিং ট্রলারের মালিক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

/এফএস/

আরও পড়ুন- 


বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন