কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কক্সবাজারকক্সবাজারে শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সাত জনের বেশি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় ৪জন এবং রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একজন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবুল হাশেম মজুমদার বলেন, শনিবার সকাল ৯ টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় কক্সবাজার শহরমুখী যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জন নিহত এবং সাত জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন। হতাহতরা  মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন বলে জানান তিনি।

নিহতরা হলেন, ঢাকার রায়েরবাগ এলাকার আসাদুজ্জামান বাপ্পীর স্ত্রী কুলসুমা আক্তার (২৫) ও একই এলাকার মো. জিকুর স্ত্রী আয়েশা আক্তার শিল্পী (২০), ঢাকার সবুজবাগ এলাকার আয়াত আলীর ছেলে আমির হোসেন (৩৫) ও একই এলাকার মোহাম্মদ কিবরিয়া (৩০)। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান এসআই হাশেম।

অপরদিকে, রামুর তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপর এক দুর্ঘটনায় মিজানুর রহমান (২৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। মিজানুর রহমান (২৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলাকার মোহাম্মদ দানুর ছেলে। তিনি একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)।

ওসি আবুল কালাম বলেন, ‘ফলবাহী একটি পিকআপ উখিয়ার কোটবাজার যাওয়ার পথে শনিবার ভোরে রামুর রশিদনগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক জন নিহত হয়।’ নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি আবুল কালাম।

/এফএস/ 

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া