রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যানজাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর ১টার দিকে বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ  (আওএম)  রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে রোহিঙ্গারা রয়েছেন তাতে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। রোহিঙ্গাদের যদি সরকার অন্যত্র নিয়ে যেতে চায় তাহলে ওই স্থানটা বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। ওখানে যেন এসব রোহিঙ্গাদের মানবাধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয় তা বিবেচনায় রাখতে হবে।’ একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে কাজ করাই বাংলাদেশের এ মুহূর্তে গুরুত্বপূর্ণ করণীয় বলে মন্তব্য করেন তিনি।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। শনিবার সন্ধ্যার পর কক্সবাজার শহরে ফিরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 


নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া