কুসিক নির্বাচনে ৭৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লাকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মেয়র প্রার্থী, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনসহ ৭৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা নির্বাচনকে কেন্দ্র সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার  সাধারণ আসনে ৬৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন ১৪ মার্চ।

/এমডিপি/