কুমিল্লা সিটি নির্বাচন

`আ.লীগ নির্বাচন কমিশন দিয়ে ভোট লুট করে নিয়ে যায়’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘আগের নির্বাচন গুলোতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে দিয়ে ভোট লুট করে নিয়ে গেছে। আমরা আশা করি ৩০ মার্চ সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন সটিক ব্যবস্থা নেবেন।’
রবিবার (১৯ মার্চ) নগরীর ধর্মসাগর পাড় এলাকায় আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। এ সময় কুমিল্লা সিটি নির্বাচনে মনিরুল হক সাক্কুকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান জয়নাল আবেদীন ফারুক।
comilla-2 (2)এদিকে রবিবার বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর সদর দক্ষিণের ২২ , ২৩ ও ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি রামপুর,হীরাপুর,মস্তফাপুর,শ্রীভল্লবপুর গ্রাম চষে বেড়ান।
এ ছাড়া তার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ বিভিন্ন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গণসংযোগ করেন।
/এআর/