‘এই আলাউদ্দিনের চেরাগ আর নিভবে না’

Ministerমৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. ছায়েদুল হক এমপি বলেছেন, ‘শেখ হাসিনা গত অর্থ বছরে বাজেট দিয়েছিলেন তিন লাখ কোটি টাকারও বেশি। এবার দেবেন চার লাখ ২০ হাজার কোটি টাকা। এখন থেকে বাজেটের পরিমাণ বাড়তেই থাকবে। এই আলাউদ্দিনের চেরাগ আর নিভবে না। যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন এই আলাউদ্দিনের চেরাগ জ্বলতেই থাকবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাফিকুল আলম এমএসসিকে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘এই বাজেট আলাউদ্দিনের চেরাগ হওয়ার কারণ অন্য কিছু নয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের সম্পদ আর পশ্চিম পাকিস্থানে পাচার হয় না। তাই এই বাজেট দেওয়া সম্ভব হচ্ছে।’

জেলা সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি তাজ মো. ইয়াছিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা,জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো. হেলাল উদ্দিন, উপদেষ্টা আমানুল হক সেন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

/বিএল/

আরও পড়ুন:

মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি: বুধবার রাত থেকেই দিন গণনা শুরু