আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন সাক্কু

 18554939_1196817920427565_1986884962_n

কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম সভা বুধবার দুপুর ১টায় সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম সিটি মেয়র সাক্কুর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। গত তিন মাস ধরে জেলা প্রশাসক সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় ২৯ কাউন্সিলর তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন।

অন্যদিকে বৃহস্পতিবার প্যারেলে মুক্তি দিয়ে জেলে থাকা দুই কাউন্সিলরকে ঢাকায় শপথ গ্রহণ করানো হবে। 

সভার শুরুতে জেলা প্রশাসক সিটি করপোরেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ‘কুমিল্লা শহরকে বাসযোগ্য করে তুলতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের চিন্তা ভাবনাকে সুদূরপ্রসারী করতে হবে। কুমিল্লা শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত সেঁকেলে। অল্প বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কুমিল্লা সিটির বর্জ্য ব্যবস্থাপনা একাবারেই দুর্বল। এ সমস্যা নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা হাতে নিলে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, ‌'কুমিল্লা শহরে যে যার মত করে ভবন নির্মাণ ও পুকুর ভরাট করছে। আপনাদের মনে রাখতে হবে, মানবতা এক আর বাস্তবতা আরেক। শহরের ক্ষতিসাধন করে যেখানে সেখানে ভবন নির্মাণের অনুমতি দেওয়া বন্ধ করতে হবে। আপনাদের মনগড়া অনুমতি দেওয়ার দায়ভার সরকার নিবে না।  কোনো কাউন্সিলর যেখানে সেখানে অফিস খুলে বসবেন না। এতদিন আপনাদের সম্মানার্থে কিছুই বলিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে ওই সব স্থাপনা ড্রেজার দিয়ে ভেঙে ফেলা হবে। ’ এসময় তিনি সিটি করপোরেশনের পাশে থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় সিটি মেয়র মনিরুল হক সাক্কু জেলা প্রশাসকের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে সব কাউন্সিলরকে সমস্যা নিরসনে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী মঙ্গলবার অথবা বুধবার সিটি করপোরেশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করছে একটি মহল’