চট্টগ্রামে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

আইন-আদালতচট্টগ্রামে এক যুবককে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইফুদ্দিন ও আরিফুল করিম। দুজনই কারা হেফাজতে রয়েছেন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার আসামির মধ্যে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৯ অক্টোবর চট্টগ্রামের পাথরঘাটায় জাহাঙ্গীর আলম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা সালেহ আহমেদ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। ২০০২ সালের ২৫ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য প্রমাণে দণ্ডিত দু’জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

/বিএল/