ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

কুমিল্লাকুমিল্লায় ভুল অপারেশনের কারণে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর আত্মীয় স্বজন ও এলাকাবাসী জেলার লাকসাম লাকসাম বাজার রংপুর পলি ক্লিনিক ভাঙচুর করে। রবিবার (২১ মে) বিকালে এ ঘটনা ঘটে।

নিহতের অভিভাবকরা জানান, গত ১৯ মে লাকসাম উপজেলার নরপাটি গ্রামের মৃত অহিদুর রহমানের স্ত্রী রংমালা বেগমকে (৫০) পিত্তথলির পাথর অপারেশনের জন্য লাকসাম বাজার রংপুর পলি ক্লিনিকে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পরদিন ২০ মে রাত ৯টার সময় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সারারাত রোগীর আত্মীয় স্বজনরা রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন।

স্বজনরা অভিযোগ করেন, এ বিষয়ে রংপুর পলি ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায় এবং কর্মরত নার্সদেরকে জিজ্ঞাসা করলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিকাল ৩টার দিকে একজন নার্স এসে ইনজেকশন পুশ করার পর রোগী বেডে অজ্ঞান হয়ে পড়ে। পরে ডা. যোগেশ চন্দ্র রায় এসে রোগীকে দেখে মৃত বলে চলে যান।

এ বিষয়ে জানাজানি হলে রোগীর আত্মীয় স্বজনরা এবং এলাকাবাসী বিকালে ক্লিনিকে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে রংপুর পলি ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের বক্তব্য পাওয়া যায়নি।

/এআর/