চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রামচট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি রেলসেতু দেবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পাহাড়ি ঢলে রেলসেতুটি দেবে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে প্রশাসন।

এ ঘটনায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাওয়া মহানগর গোধুলী মিরসরাই বড়তাকিয়া স্টেশনে আটকা পড়ে। বিকাল ৫টায় ছেড়ে যেতে পারেনি সোনার বাংলা এক্সপ্রেস। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তারা রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, ‘আমরা ডাউন লাইন দিয়ে ড্রায়াল দিয়ে দেখছি। সফলভাবে সম্পন্ন হলে এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে।’

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের মাস্তান নগর ও চিনকি আস্তানার কিছু অংশে পানি ওঠে। ফলে লাইন দুটি মাটিতে দেবে যায়। এতে ট্রেন লাইন থেকে সরে যেতে পারে এ আশঙ্কায় রেল চলাচল বন্ধ রাখে তারা।

/বিএল/