ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জুন) ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, সোমবার ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি টহল দল বেড়তলা এলাকায় যায়। এ সময় ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক ডাকাতের লাশ উদ্ধার করে। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আরও জানান, নিহত ডাকাত সদস্য সেলিম মিয়ার বাড়ি সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার শ্রীডুবা গ্রামে। তার বিরুদ্ধে সরাইল,আশুগঞ্জ, নাসিরনগর, সদর এবং হবিগঞ্জের চুনারুঘাট থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় মামলার প্রস্তুতি চলছে। বাকি ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/বিএল/