মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা

আহত মির্জা ফখরুল ইসলাম আলমগীরচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টা মামলা হয়েছে। স্থানীয় মহসিন নামে এক অটোরিকশাচালক বাদী হয়ে বৃহস্পতিবার (২২ জুন) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি করেন।

মামলায় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলী নূরসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দ্রুত বিচারের ৪ ও ৫ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত মামলাটি তদন্ত করার জন্য পিআইবিকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাকি আসামিরা হলেন ইউছুফ মিয়া চৌধুরী, মাহবুব ছফা, রফিকুল ইসলাম, নিজামুল হক তপন, মাকসুদুল হক মাসুদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ আনসুর আলী, মোহাম্মদ করিম, মোহাম্মদ জিয়াউর রহমান, মো. মুরাদ, হাজী ইলিয়াছ, মোহাম্মদ বাবুল, গোলাম ফারুক, আজিজুল হক, মো. আলমগীর, মোহাম্মদ হাবিবুর, মো. ওমর ফারুক, সাইফুল ইসলাম, সৈয়দ নুর, গোলাম নবী আপেল, নুরুল আলম, এম এ আজিজ, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শওকত ও হাজী মোহাম্মদ হানিফ সওদাগর। 

বাদীর আইনজীবী মহানগর তৃতীয় দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিখিল কুমার নাথ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, বিএনপির ওই গাড়িবহর রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় মহসিন ও আবদুল আজিজ ইমনকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা প্রতিবাদ জানালে তারা গাড়ি থেকে নেমে পাশে থাকা দুটি সিএনজিও ভাঙচুর করে। পরে মহসিন ও আজিজ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও নেন।

প্রসঙ্গত, রাঙামাটিতে পাহাড় ধসে নিহত-আহতদের পরিবারকে ত্রাণ সহায়তা দিতে গত ১৯ জুন ওই এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপির মহাসচিব। ঘটনার তিন দিন পর বুধবার বেলা ১১টার দিকে ওই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন অ্যাডভোকেট এনামুল হক।

মামলায় ২৬ জনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নাম উল্লেখ করে মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের অনেকে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

/বিএল/