অবশেষে ত্রাণ গ্রহণ করলেন লংগদু’র ক্ষতিগ্রস্তরা

গত ১ জুন রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা ও মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়নের হত্যাকাণ্ডের জের ধরে পাহাড়িদের দুই শতাধিক বাড়িঘরে আগুন দেওয়ার পর শনিবার প্রথমবারের মতো সরকারি ত্রাণ সহায়তা গ্রহণ করেছেন ক্ষতিগ্রস্তরা। এর আগে অগ্নিসংযোগকারীদের গ্রেফতারের দাবিতে ত্রাণ সহায়তা গ্রহণ করেননি তারা।

ত্রাণ নিচ্ছেন ক্ষতিগ্রস্তরাশনিবার সকালে তিনটিলা বৌদ্ধ বিহারে অগ্নিদুগর্তদের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে অগ্নিদুর্গতের ত্রাণ সহায়তা প্রদান করে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মোট এগারো লাখ টাকা, ২৫ মেট্রিক টন খদ্যশস্য, তিন লাখ ৫০ হাজার টাকার কাপড়-চোপড় দেওয়া হয়।

এর আগে, ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারসমূহ সরকারি কোনও ত্রাণ সহায়তা গ্রহণ করেনি। গত ২ জুন অগ্নিকাণ্ডের পরপরই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিলো। অগ্নিসংযোগের ঘটনার প্রায় ২২দিন পর সরকারি এসব ত্রাণ গ্রহণ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ। অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যেই দু’টি মামলায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য সুবির চাকমা, মো. জানে আলম, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গল চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লংগদু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুমিনুল ইসলামসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

/এমও/