ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। এর পরপরই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা পাওয়ার টিলার, লেগুনা, নসিমন-করিমন, ইজিবাইক চলাচল বন্ধসহ ৬ দফা দাবির বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আহ্বানে প্রশাসক কার্যালয়ের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান আমাদের ৬ দফা দাবি যৌক্তিক বলে একমত পোসন করেছেন। তারা আমাদের কাছ থেকে ৬ দফা বাস্তবায়নের জন্য এক মাস সময় চেয়েছেন।

তারা আরও বলেন, আগামী ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সফর করবেন। তার সফরের পরপরই আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের কাজ শুরু করবেন বলে তারা আমাদের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।

পরিবহন নেতারা বলেন, আমরা মনে করি প্রশাসন আমাদের যৌক্তিক দাবিগুলো যথাসময়ে বাস্ততবায়ন করবেন। অন্যথায় দাবি আদায়ে আমরা আবারও ধর্মঘটে যেতে বাধ্য হবো।

সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পরিবহন মালিক সমিতির সভাপতি মো. অহিদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরীসহ জেলা সড়ক পরিবহন এবং শ্রমিক ইউনিয়নের নেতারা।

এর আগে পূর্ব ঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে মঙ্গলবার ভোর ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার অভ্যন্তরীণ এবং দূর পাল্লার গণপরিবহনের যাত্রীরা যানবাহন না পেয়ে চরম ভোগান্তির শিকার হন। যাত্রীদের অনেকে অনিশ্চয়তার মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে যানবাহন না পেয়ে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

/এআর/