ভারতীয় শিক্ষার্থী খুনের মামলায় সহপাঠী ২ দিনের রিমান্ডে

আতিফ শেখইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভারতীয় নাগরিক আতিফ শেখ খুনের ঘটনায় তার সহপাঠী নিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী  বলেন, পুলিশ নিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ১৪ জুলাই দিনগত রাতে নগরীর আকবর শাহ থানাধীন আব্দুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে খুন হন ভারতীয় নাগরিক আতিফ শেখ। হত্যাকাণ্ডের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কক্ষে থাকা তার আরেক বন্ধু উইনসন সিং। এ ঘটনায় ১৮ জুলাই আতিফের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন ওই মামলায় নিরাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

উল্লেখ্য, নিরাজ ওই ফ্ল্যাটে আতিফ শেখের সঙ্গে থাকতেন। ঘটনার সময় তিনি ওই ফ্ল্যাটেই ছিলেন। আতিফের বাবার দায়ের করা মামলায় সন্দেহভাজনদের তালিকায় তার নামও রয়েছে।

/বিএল/