সরকারি চাল পাচার: গ্রেফতার পাঁচজন ১ দিনের রিমান্ডে

ফা্িলি ছবিসরকারি চাল পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের হালিশহর সিএসডি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক প্রণয় চাকমাসহ গ্রেফতার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-অর-রশীদ এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৮ জুলাই হালিশহর থেকে ১৫৫ মেট্রিক টন চাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপ-পরিদর্শক রাজিব শর্মা বলেন, ‘বৃহস্পতিবার আমরা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ  শুনানি হলে আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৯৬ বস্তা চাল জব্দ করে র‌্যাব-৭। অভিযানে চাল পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে হালিশহর সিএসডি গুদামের ভারপ্রাপ্ত ম্যানেজার প্রণয়ন চাকমাসহ পাঁচজনকে আটক করে র‌্যাব। অপর আসামিরা হলেন, নোয়াখালী সদরের সামছুল হুদা (৪৮), নগরীর কর্ণফুলী এলাকার বাসিন্দা মিজান (২২), ভোলার দৌলতপুর থানার শফি আলম (২৭) ও নোয়াখালী বেগমগঞ্জ থানার মো. ওসমান (৪৫)। পরে হালিশহর থানায় তাদের নামে একটি মামলা দায়ের করে র‌্যাব।

পরদিন বুধবার আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব আরও ২৭০ বস্তা চাল উদ্ধার করে।

/বিএল/