পাঁচ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ দুই জন আটক

ভারতীয় জাল রুপিসহ দুই জন আটক (ছবি-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে ৫ লাখ ৯০ হাজার ভারতীয় জালরুপিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, কালার ফ্রেম, সাদা কাগজ, শুকানোর মেশিন, মেমরি কার্ডসহ অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।





গ্রেফতারকৃতরা হলো- রংপুরের কোতয়ালী উপজেলার লোকমান মিয়ার ছেলে মেহেদী হাসান ও শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়ার এমাজ উদ্দিনের ছেলে আবদুস সালাম। 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান সোমবার বিকেলে সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া গ্রামের আবদুস সালামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন উপকরণসহ তাদের আটক করা হয়। 
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জাল টাকা তৈরির এই চক্রটি এরইমধ্যে চার লাখ ভারতীয় জাল রুপি তৈরি করে ডিলারের মাধ্যমে বাজারে ছেড়ে দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। জাল টাকা তৈরির মূলহোতাদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  
/জেবি/

আরও পড়তে পারেন: চাঁদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড