বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া মারা গেছেন

মোহাম্মদ ইসহাক মিয়াআওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইসহাক মিয়া (৮৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহ.........রাজিউন)। আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর ম্যাক্স হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আগ্রাবাদ হাজিপাড়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মোহাম্মদ ইসহাক মিয়ার স্ত্রী, ৩ ছেলে ও ৭ মেয়ে রয়েছে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মরদেহ দেখতে হাসপাতালে ভিড় করেন। ইসহাক মিয়ার মৃত্যুর খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, জীবদ্দশায় ইসহাক মিয়া সাবেক গণপরিষদ সদস্য, সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

/বিএল/