স্কুলের লাইব্রেরির আলমারি চাপায় ছাত্র নিহত

 

নিহত স্কুল ছাত্র জয়দেব সত্ত (১২)

চট্টগ্রামে স্কুলের লাইব্রেরিতে থাকা আলমারি চাপায় পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে নগরীর সেন্ট প্লাসিডস স্কুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জয়দেব দত্ত (১২)। সে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার হাজী কলোনীর দেবাশীষ দত্তের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে আলমারি চাপায় গুরুতর আহতাবস্থায় জয়দেবকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘স্কুলের লাইব্রেরিতে থেকে বের হওয়ার সময় তার গায়ে আলমারি পড়লে সে গুরুতর আহত হয়। স্কুলের শিক্ষক ও তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

স্কুলের উপাধ্যক্ষ রিংকু লরেন্স কসতা বলেন, ‘দুপুর দেড়টার দিকে স্কুলে ছুটির ঘণ্টা পড়ার পর শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বের হওয়ার সময় একটি আলমারি আরেকটি আলমিরার ওপর পড়ে। দুটি আলমারিই জয়দেবের গায়ে পড়লে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক শিক্ষকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় নিহত জয়দেবের মা তার পাশে ছিলেন। সামান্যের জন্য আলমিরা দুটি তার গায়ে পড়েনি।

/জেবি/

আরও পড়তে পারেন: বন্যার পানি বাড়ায় জামালপুরে ৭৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ