ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি হয়রানির প্রতিবাদে জুয়েলারি মালিকদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া


পুলিশি হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রায় তিন শতাধিক জুয়েলারি দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে স্বর্ণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে শহরের লাখি বাজার, আনন্দ বাজার সড়ক বাজার ও নিউ মার্কেট এলাকার জুয়েলারি ব্যবসায়ীরা এই বিক্ষোভ করে।



স্বর্ণ ব্যবসায়ী কাজল বসাক, সঞ্জিত বণিক ও রিপন বণিক অভিযোগ করে বলেন,গত এক মাস আগে অভি জুয়েলার্সের মালিক লিটন দেবনাথ এক মহিলার কাছ থেকে দুটি স্বর্ণের চেইন ক্রয় করে। পরবর্তী এক মাস পর এই চেইনগুলো চুরি হওয়া চেইন

উল্লেখ করে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এক দল পুলিশ ওই নারীকে নিয়ে অভি জুয়েলার্সে অভিযান চালায়। এক পর্যায়ে ওই চেইন গুলো না পেয়ে অভি জুয়েলার্সের মালিক লিটন দেবনাথকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে দুপুর সারে ১২টার দিকে জুয়েলারি মালিকরা দোকান বন্ধ রেখে পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করে।

ব্যবসায়ীদের অভিযোগ, চুরির মাল কেনার অপবাদ দিয়ে প্রায়ই তাদের হয়রানি করে এবং মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।





ব্রাহ্মণবাড়িয়া জুয়েলারি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন কুমার বণিক বলেন, ‘চেইন বিক্রির সময় নারীরা বলেন আমার স্বামী বিদেশ থাকেন। জরুরি পারিবারিক কাজ অথবা অসুস্থতার কারণে চেইন বিক্রি করতে হচ্ছে।

ওই চেইনগুলো চুরির কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? দুই একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রায়ই ব্যবসায়ীদের ধরে নিয়ে হয়রানি করছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। অন্যথায় দোকান পাট বন্ধ করে দিতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলারি মালিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। নিরাপরাধ কোনও ব্যবসায়ীকে কখনো হয়রানি করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

বিকেল সারে তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে জুয়েলারি মালিকরা পর্যায়ক্রমে দোকান খুলতে শুরু করেন।

/জেবি/


আরও পড়তে পারেন: জঙ্গি সাইফুলের বাবাসহ দুই জন নাশকতার মামলায় কারাগারে