টেকনাফে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মিনিবাস (ম্যাজিক গাড়ি) জব্দ করা হয়। আজ  বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং জিপি পোস্টে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ১নং জিপি পোস্টে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় বিজিবি থামানোর জন্য সংকেত দিলে তা অমান্য করে পার্শ্ববর্তী একটি গ্রামে গাড়িটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই গাড়ি তল্লাশি করে গাড়ির অতিরিক্ত চাকার ভেতর অভিনব কায়দায় ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় গাড়ীটি জব্দ করে ইয়াবা সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:
জঙ্গি সাইফুলের বাবাসহ দুই জন নাশকতার মামলায় কারাগারে