হাতির আক্রমণে একজনসহ আহত তিন রোহিঙ্গা চমেকে

চমেক

রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে একজনসহ আহত তিন রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চসেক) হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তাদের সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার।

হাসপাতালে ভর্তি তিন রোহিঙ্গা হলেন- আকিয়াবের বুচিডং, জালিয়াপাড়ার হাবিব আহমেদের ছেলে হাবিব উল্লাহ (১৭), আকিয়াবের মংডুর বালুখালীর মোশতাক আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ (১৮) ও একই এলাকার বুচিডং চৌপাড়ার মৃত মো. সলিমের ছেলে মো. আলম (২৫)। তাদের মধ্যে আলম হাতির আক্রমণে আহত হয়েছেন।

এএসআই  আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে আরও তিন রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাইফেলের বাঁটের আঘাতে হাবিব উল্লাহর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং  আলম হাতির আক্রমণে আহত  হয়েছেন। অন্যজনকে লাঠি দিয়ে পিটানোর ফলে আহত হয়েছেন। তাদের হাসপাতালের ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়তে পারেন: হরতালের পর অবরোধ চলছে খাগড়াছড়িতে