রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ছবি: প্রতিনিধি)কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। জাতিসংঘের এই কর্মকর্তা পরে উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবিরও ঘুরে দেখেন।রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ছবি: প্রতিনিধি)

ফিলিপো গ্র্যান্ডি রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন কক্সবাজারের শরণাথী বিষয়ক হাইকমিশনার আবুল কালাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ছবি: প্রতিনিধি)উল্লেখ্য, গ্র্যান্ডি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি আজ শনিবার ও আগামীকাল রবিবার কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা গেছে। সোমবার ঢাকায় উচ্চ পর্যায়ের কর্মকতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন- রোহিঙ্গাদের গ্রামগুলো এখন মগদের দখলে