রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান স্পিকারের

রোহিঙ্গা ক্যাম্পে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী (ছবি প্রতিনিধি)আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমরা তাদের পাশে আছি। মানবিক কারণেই আজ  বাংলাদেশ তাদের পাশে। আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন।’

আজ  রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছেন স্পিকার (ছবি প্রতিনিধি)পরে তিনি রোহিঙ্গা শরণার্থীদের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন ক্যাম্পের বস্তিগুলো ঘুরে দেখেন।

এদিকে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ঢল অব্যাহত রয়েছে। আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে শনিবার দুপুরের পর থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এখনও সড়কে অবস্থান করছে অনেক রোহিঙ্গা।

আরও পড়ুন:

আসছি বলে পালিয়েছে ছেলে, কাঁদছেন রোহিঙ্গা মা