ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত চার

বাস-ট্রাক ও অটোরিকশার সংঘর্ষব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড বেড়তলা এলাকায় বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন। রবিবার (৮ অক্টোবর)সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের হেলপার হবিগঞ্জের জেলার মমিন (৪৫), বাসযাত্রী ব্যাংক কর্মকর্তা সৈয়দ উদ্দিন (৪৩), অটোরিকশার যাত্রী পিরোজপুর জেলার পারভীন আক্তার (২৫) ও তার শিশুপুত্র নুরুনব্বী (১)।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো.সাফরুল আহসান জানান, সকালে হবিগঞ্জ থেকে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার মমিন ও যাত্রী সৈয়দ উদ্দিন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশা যাত্রী পারভীন আক্তার ও তার শিশুপুত্র ।
দুর্ঘটনা কবলিত বাসদুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং বিশ্বরোড হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত