‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীআশিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। তিনি বলেছেন,রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া।

সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গাদের খোঁজ-খবর নিচ্ছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা ঘুরে দেখেন তিনি। এসময় মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ ও স্থানীয় পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

IMG_0902

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং-এর সোমবার বিকালে কক্সবাজার আসার কথা রয়েছে।